টু পার্ট,বর্ষায় সয়লাব বরিশালের ঈদ বাজার

মে ৩০ ২০১৮, ২২:৩৪

Spread the love

নাঈম ইসলাম:  ঈদকে সামনে রেখে প্রতি বছরই দোকানীরা যেমনি নতুন ড্রেস সংগ্রহের মধ্য দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে তেমনি ক্রেতারাও নতুন কালেকশন গুলোই বেচে নেয় ঈদ কেনাকাটায়।বেচাকেনা বৃদ্ধি বা ক্রেতাদের আকৃষ্ট করতে নামও দেয়া হয় অনেক ড্রেসের।এরি ধারাবাহিকতায় এ বছরেও ঈদ কেনাকাটায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন ড্রেসের নামে বরিশাল নগরীর পোশাক বাজারে আসছে ঈদের নতুন কালেকশন।জানা যায়,ঈদ কেনাকাটায় প্রায় সকল ক্রেতারাই ড্রেসের এই নাম গুলোকেই বেচে নিয়ে ঈদ কেনাকাটায় নেমে পরেন।আর এদিকে বিক্রেতারাও বিভিন্ন নামের ড্রেস সংগ্রহের মধ্য দিয়ে বেচাকেনা চালিয়ে যায়।বরিশালে বিভিন্ন পোশাক বাজারে ঘুরে দেখা যায়,এবছর দোকানীরা মেয়েদের জন্য নতুন নামের একাধিক ড্রেস কালেকশনের তালিকায় রেখেছেন।ছেলেদের জন্যেও রয়েছে নতুন ড্রেসগুলোর বিভিন্ন নাম।এবছর মেয়েদের নতুন কালেকশন এর মধ্যে রয়েছে,গাওন,টু পার্ট,জয়-বিজয়,বর্ষা সহ বিভিন্ন নামের ড্রেস।তবে এ বছর ঈদে গরম থাকায় সুতি কাপড়ের ড্রেসের দিকেও লক্ষ রেখেছেন দোকনীরা।এদিকে মেয়েদের ড্রেসেগুলোর নামের পাশাপাশি ছেলেদের ডিজে,গ্যাংস্টার টু নামের নতুন ড্রেসসহ ইন্ডিয়ান সার্ট-প্যান্টের কালেকশন বাজারে এসেছে বলে জানিয়েছেন দোকানীরা।এছারা ছেলেদের পাঞ্জাবীর ক্ষেত্রে রয়েছে,দেশি সুতি কাপড়ের পাঞ্জাবীসহ ,ভয়েল,তাতের কাপড়ের পাঞ্জাবী।শাড়ী কালেকশনের মধ্যে এবছর রয়েছে টাঙ্গাইল শাড়ীসহ,কাতান,জামদানী,তাতের শাড়ী।তবে সকল নতুন কালেকশন থাকলেও বেচাকেনা ভালো নয় বলে জানিয়েছেন দোকান মালিকেরা।নগরীর চকবাজারের কাপড়ের দোকান ময়ুরীর মালিক শেখ আঃ রহিম জানায়,এবছরের ঈদের সব নতুন কালেকশন উঠিয়েছি তবে পোশাক বাজারের বেচাকেনার অবস্থা ভালো নয়।বার রমজান শেষ তবে এখনো আশানূরপ বেচাকেনা হচ্ছেনা।এম আলী ক্লথ এর ব্যবস্থাপক সাইদুর রহমান শাহীন জানায়,গত বছরের থেকে এ বছরের বেচাকেনা তুলনামূলক খারাপ।বেচাকেনা এখনো পুরোপুরি জমেনি।চৈত্র মাস কাছাকাছি যাওয়ায় থান কাপড়ের বেচাকেনা তেমন ভালো নয়।এছারা মাসের শেষ হওয়ায় এবং চাকুরীজীবীদের বেতন ভাতা এখনো  না পাওয়ায় বেচাকেনা পুরোপুরি  জমে উঠেনি।তবে আশা করি আগামী দিনগুলোতে বেচাকেনা ভালো হবে।ভেনাস মার্কেটের বিক্রেতা সোহাগ জানায়,গার্মেন্টস মালামালের বেচাকেনা এখনো চালু হয়নি।এগুলোর চাপ শেষের দিকে থাকবে।থ্রি পিচের বেচাকেনা তুলনামূলক একটু ভালো।তবে দুই একদিনের মধ্যে বেচাকেনা বাড়তে পারে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও