বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

জুন ১২ ২০১৮, ০০:৪৪

Spread the love

বরিশাল  গত ৭ জুন ২০১২ দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকা সহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ” কাশীপুরে সরকারী গাছ স্পেকট্রা ডিপোর পেটে ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ডিপোর ইনচার্জ ও ম্যানেজার পরিচয় দিয়ে প্রতিবেদককে মোবাইল ফোনে (সাংবাদিক ইমরান হোসেন কে) হত্যা ও মিথ্যা মামলায় ফাসানোর হুমকি দিয়েছে। যার পরিপেক্ষিতে গত কাল ১১ জুন বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জিডি নং ৪০৪। জিডি সূত্রে জানাযায় – গতকাল সকাল সাড়ে ১০ টায় ০১৭২৬-৪৭৮৫৯১ নম্বর থেকে স্পেকট্রা ডিপোর বরিশাল ইনচার্জ সুমন ও রিয়াজ পরিচয়ে ১জন ফোন করে কেন সংবাদ প্রকাশ করা হয়েছে তা জানতে চেয়ে অকথ্য বাসায় গালাগালি এবং এক পর্যায় হত্যার হুমকি দেয়। জা নিয়ে বরিশাল সাংবাদিক সমাজের মাঝে তীব্র ক্ষোভ জেগেছে। সাংবাদিক সংগঠন গুলো ইতিমধে স্পেকট্রা কম্পানির বরিশাল ডিপোর কর্মকতাদের বিরুদ্বে মানবন্দন সহ পুলিশ কমিশনার কে অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানাযায়। তবে গত ৭ তারিখ দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে বরিশাল বিভাগীয় বন কর্মকতার। তিনি বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত করতে একটি টিম স্পেকট্রা অফিসে পাঠালে মাথা বিগরে জায় কম্পানির বরিশাল ডিপোতে থাকা কর্মকতাদের। যারই পরিপেক্ষিতে নিজেদের দোষ কে ডাকতে এমন হুমকি দিয়ে সত্যকে ধামাচাপা দিতে এমন অপকৌশল বলে মনে করেন বরিশালের সচেতন মহল ও সাংবাদিক সমাজ। বিষয়টি নিয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকতা আবুল কালামের সাথে আলাপ কালে তিনি জানান- আমি বিষয়টি নিয়ে তদন্ত টিম পাঠিয়েছি। তদন্তের ফলাফল হিসেবে ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও