নান্দনিক মেক্সিকোর কাছে বিকল জার্মান মেশিন

জুন ১৭ ২০১৮, ২৩:০৬

Spread the love
জার্মানির স্কোয়াডে টমাস মুলার, মেসুত ওজিল, টুনি ক্রুস, মানুয়েল নয়্যারের মতো সুপারস্টার। অন্যদিকে মেক্সিকোর স্কোয়াডে হাভিয়ের হার্নান্দেসের কিছুটা তারকাখ্যাতি থাকলেও বাকিরা বিশ্ববাসীর কাছে অচেনাই প্রায়।

দুই দলের এমন যোজন যোজন ব্যবধান সত্ত্বেও ‘জার্মান মেশিন’ বিকল করে দিয়ে জয় তুলে নিয়েছে মেক্সিকো। ম্যাচের প্রথমার্ধে হারভিং লোজানোর একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপ্রের শীর্ষে উঠে গেছে হুয়ান কার্লোস ওসোরিওর শিষ্যরা।

ম্যাচের প্রথমাধেই নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে জার্মান শিবিরে েএকের পর এক পাল্টা আঘাত হানে মেক্সিকানরা। বল দখলের লড়াইয়ে ম্যাচের শুরু থেকে পিছিয়ে থাকা মেক্সিকানরা এগিয়ে ছিলেন ক্ষুরধার পাল্টা আক্রমণে।

ম্যাচের ৩৫তম মিনিটে মেক্সিকোর তরুণ স্ট্রাইকার হারভিং লোজানো জার্মান গোলরক্ষকে পরাস্ত করে দলকে এগিয়ে নেন।

গোল পরিশোধে মরিয়া হয়েও মেক্সিকোর গোলরক্ষক গুইয়েরমো ওচোয়ার জালের নিশানা খুঁজে পাননি জার্মান খেলোয়াড়রা। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতে যান জোয়াকিম লো শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে চেপে ধরে গোল পরিশোধের চেষ্টা করেন ওজিল-ক্রুসরা। কিন্তু মেক্সিকোর শক্ত রক্ষণব্যুহ ভেদ করতে পারেননি তারা। পাল্টা আক্রমণে উঠে এসে মাঝে মাঝেই জার্মানদের রক্ষণে চির ধরিয়ে দেন ব্যবধান  মেক্সিকানরা। তাদের  বাড়ি

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও