শায়েস্তাবাদে অসহায় মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জুন ১৭ ২০১৮, ২৩:৫৭

Spread the love

বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চর-আইচা গ্রামে এক অসহায় মুক্তিযোদ্ধার জমি দখলের পায়তারা চালাচ্ছেন একটি চক্র। চক্রটি স্থানীয় প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপটে জমি দখলে কোন বাধা প্রদান করতে পারছেন্না অসহায় এ মুক্তিযোদ্ধা।জানা যায়,মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ সেনাবাহিনীতে চাকরীকালীন সময়ে শায়েস্তাবাদ ইউনিয়নের চর-আইচা মৌজার ১৮৬৯ নং খতিয়ানের ৩৭৮৩ নং দাগে নুরুল হক মিয়ার কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করেন ১৯৯৪ সনে।সম্প্রতি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দুলাল চৌকিদার ক্ষমতার দাপট দেখিয়ে সেই জমিতে বালু ভরাট ও ঘড় তুলে জমি দখলের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে জমি দখলের বিচারের দাবিতে অসহায় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন।অসহায় মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ জানায়,আমাকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদের জন্য দুলাল চৌকিদার বিভিন্নভাবে আমাকে হুমকি ও গালাগালি করেন।দুলাল আমার জমির সিমানা পিলার উঠিয়ে ফেলেছেন,আমার জমির মধ্যে ঘড় তুলেছেন।সম্প্রতি আমার জায়গায় নালা কেটে বালু ভরাট করে ও গাছ কেটে পুরো সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন।আমি অসহায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে মাননীয় জেলা প্রশাসক মহাদ্বয়,মুক্তিযোদ্ধা কমান্ডারদের ও প্রশাসনের সাহয্য চাই।অবিলম্বে  দুলাল চৌকীদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এ মুক্তিযোদ্ধা।আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল চৌকিদার অভিযোগ অস্বীকার করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও