“ভূয়া উকিল” কামরুলের এর জোরপূর্বক ভূমি দখল, নির্বিচার এ গাছ কর্তন!

জুলাই ০৯ ২০১৮, ১১:২১

Spread the love

বরিশাল: গতকাল বিকাল ৫টার দিকে নগরীর সদর উপজেলাধীন কর্নকাঠি এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় ট্রাষ্ট ভবনের দক্ষিণ পার্শে একটি বিরোধীয় জমিতে উকিল পরিচয় ধারী কামরুল চৌধুরী নামক ব্যক্তি ও তার গুন্ডা বাহিনী নিয়ে জমি দখল দেন। এ সময় একই স্থানের স্থায়ী বাসিন্দা কামরুল ও রিপন এ দখলের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে কাটা হয় প্রায় শতাধিক গাছ। যার মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিদ্যমান। আরেকদিকে ফজলুল হক খানের পুত্র শফিকুল ইসলাম রিপন ও সোহরাব হোসেনের পুত্র কামরুল চালায় তাণ্ডব। সরজমিনে গিয়ে দেখা যায় কামরুল, রিপনসহ প্রায় ৪০-৪৫ জন দা, শাবল নিয়ে তাড়াহুড়ো করে জমি দখল নিচ্ছেন। সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনা জানতে চাইলে তিনি নিজেকে তালুকদার মো. ইউনুচ এর জুনিয়র বলে দাবী করে। আর নিজের জমি দখল নিচ্ছেন বলে জানান। এ বিষয়ে ছবি তোলা,ভিডিও করা যাবেনা বলে হুংকার দেন তিনি। পরে কামরুল চৌধুরী চাপের মুখে স্বীকার করেন তিনি কোন উকিল নন। তবে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। একই এলাকার বাসিন্দা ফারুক খানের স্ত্রী গাছকাটা ও ভুমিদস্যূদের দখলের ঘটনা স্বীকার করেন। ফারুক খানের স্ত্রী জানান, আমারও ২টি রেইনট্রি গাছ কামরুল ও রিপন জোর করে কেটে নিয়ে যায়। আর আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। তাদের চাপের মুখে ঘটনা আড়াল করার চেস্টা করছে কামরুল ও রিপন ।
অপরদিকে কর্নকাঠি মৌজার দাগ নং ৪৪৬ নং ও খতিয়ান নং ৫৪৫/৫৪৬ জমির মালিকপক্ষ দাবীকৃত আফসার আলি খানের ওয়ারীশ, খোরশেদ আলী খান জানান, আমার চাকরীর সুবাদে ভোলায় থাকি আর এই সুযোগে কামরুল ও রিপন জোরপূর্বক দখন করার চেস্টা করছে। ভাগবাটোয়ারা করার পরে এই জমি আমরা ভোগ দখল করে আসছি দীর্ঘকাল। আমার পৈত্রিক সম্পত্তি ওই ভুমিদস্যূদের হাত থেকে যেভাবেই হোক উদ্ধার করবো। আগামীকাল অবৈধ দখলদার ও সন্ত্রাসী গ্রুপের নামে মামলা করা হবে।
এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
বিস্তারিত আসছে,,,,,,

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও