এক দিনে দেওয়ানগঞ্জ উপজেলায় বন্ধ হল দুটি বাল্যবিবাহ

সেপ্টেম্বর ২৬ ২০২২, ১১:১৩

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,স্টাফ রিপোর্টাসঃ গতকাল ২৫শে সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে দুটি অভিযান পরিচালিত হয়েছে।গতকাল বিকালে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় । বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় যেহেতু তার পূর্ণ সম্মতিতে বিয়ে হচ্ছিল তাই সেই কিশোরীকে সংশোধনাগারে পাঠানো হয়েছে, তার বাড়ী খড়মা পূর্বপাড়ায়, সে ৮ম শ্রেণির ছাত্রী। এই কাজে ভূমিকা রাখার অপরাধে তার মাকে ৩০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে রাতে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল চন্দ্র ধর সহ অন্য বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

মেয়েটি ৭ম শ্রেণিতে পড়ে। সে এখন বিয়ে করতে ইচ্ছুক নয়। পড়ালেখা করতে চায়। বাবা মা মেয়ের ১৮ বছরের আগে বিয়ে দিবে না এই মর্মে মুচলেকা নিয়ে সেই বাল্যবিবাহ বন্ধ করেন।
অভিযান শেষে তিনি জানান বিপুল সংখ্যক কিশোর কিশোরী প্রেমে আবন্ধ হয়ে বাল্যবিবাহে জড়িয়ে পড়ছে এ ক্ষেত্রে বাবা মায়ের তেমন কোন অপরাধ থাকছেনা । এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে তিনি আহবান জানান ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও