চিরিরবন্দরে শরদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৮ ২০২২, ১৬:৩৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.দিনাজপুর চিরিরবন্দরে শরদীয় দুর্গা উৎসব-২০২২ উদযাপন উপলক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সরকারের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী (এমপি)।

আবুল হাসান মাহামুদ আলী(এমপি) বলেন, আগের মতো এখন সমাজে একে অপরের প্রতি সম্প্রীতির বন্ধন নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী-গরিব সবার পরিচয় একই আমরা মানুষ। একে অপরের প্রতি আমাদের ভালোবাসা দেখাতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের মিলে মিশে সমাজে বসবাস করতে হবে। সবার একতায় দেশ আরও এগিয়ে যাবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী(লায়ন), চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ, উপজেলা প্রোকৌশলী ফারুক হাসান, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন ।

এছাড়াও সমাবেশে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নৃতীবৃন্দ উপস্থিত ছিলেন ‌।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও