চাটখিল-সোনাইমুড়ি শারদীয় দুর্গাপূজায় অনুদান দিলেন প্রধানমন্ত্রীর পিএ  মোঃ জাহাঙ্গীর আলম

অক্টোবর ০৬ ২০২২, ১৬:৫১

Exif_JPEG_420

Spread the love

আনোয়ার হোসেন,চট্টগ্রাম বুরোঃহিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে অনুদান দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর জেলার চাটখিল সোনাইমুড়ী উপজেলার ২০টি পূজামন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। তিনি চাটখিল পৌরসভার শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রম পূজামন্ডপ, শ্রীশ্রী জয়া পূজামন্ডপ, খিলপাড়া কালি মন্দির, সোনাইমুড়ি পৌরসভার কালি বাড়ি পূজামন্ডপ, মহাদেবী পূজামন্ডপ,শ্রী শ্রী গদাধর কুন্ড মহাপ্রভুর মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এসময় পূজামণ্ডপ কমিটির প্রধানদের হাতে ৪০ হাজার টাকা করে ২০টি পূজামণ্ডপের জন্য ৮ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

চাটখিল-সোনাইমুড়ি উপজেলায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো ইমরানুল হক ভুঁইয়া, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব সমীর, বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, চাটখিল উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি সমির চক্রবর্তি, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওযামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও