কাশ্মীরি যুবকের মৃত্যুতে উত্তেজনা, শ্রীনগরে ফের কারফিউ

সেপ্টেম্বর ০৪ ২০১৯, ২২:৫৪

Spread the love

পুলিশের ছররা গুলিতে আহত এক ছাত্রের মৃত্যুর ঘটনায় কাশ্মীরের শ্রীনগরে ফের কারফিউ জারি করা হয়েছে। বুধবার আসরার আহমেদ খান নামে ওই ছাত্র মৃত্যুবরণ করে। গত মাসে এক বিক্ষোভে পুলিশের ছোড়া ছররা গুলিতে সে আহত হয়েছিল।

৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তপ্ত উপত্যকা। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল স্কুল, কলেজ, সরকারি দফতর। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, আস্তে আস্তে স্বাভাবিক হবে পরিস্থিতি।

বেশকিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা, ল্যান্ড লাইন ফোন চালু হচ্ছিল। কিন্তু ওই ছাত্রের মৃত্যুর পর পুরনো শ্রীনগরে আবারও বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন।

কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানে না পুলিশ এবং তারা বুলেটের আঘাতে মৃত্যুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ছররা গুলিতে আহত হওয়ার কোনো চিহ্ন নেই। সরকারি কর্মকর্তারা বলছেন, পাথরের আঘাতে তিনি আহত হন। সেদিন ভিড়ের মধ্য থেকে ব্যাপক ইট-পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও