‘দেশের প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স সিটি হবে রাজশাহী’

সেপ্টেম্বর ১০ ২০১৯, ১৭:২৬

Spread the love
ডিও লেটারে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন উল্লেখ করেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ফলে রাজশাহী মহানগরীর জীবনযাত্রার মানোন্নয়নসহ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে সুপরিচিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এ শহরে উন্নততর জীবনের প্রত্যাশায় প্রতিনিয়ত এসে বসবাস করছে। এ কারণে নগরায়নের প্রসার ঘটছে।
রাজশাহী মহনাগরীকে উন্নত পরিবেশবান্ধব এবং স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে  সরকার ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়ন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের অভীষ্ট অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। রাজশাহী মহানগরবাসীর কল্যাণে ইতোমধ্যে অপরাধ নিয়ন্ত্রণে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে,  প্রিমিসেস লাইসেন্স, অটোরিক্স লাইসেন্স অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সিটি করপোরেশন কর্তৃক ব্যবহৃত গাড়ির গতিবিধি পর্যবেক্ষণের জন্য ট্র্যাকার সংযোজন করা হয়েছে। রাজশাহী মহানগরবাসীর কল্যাণে স্মার্ট ও ডিজিটাল সিটি বিনির্মাণে তিনটি দাবি তুলে ধরেন।সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর রজব আলী, তাহেরা খাতুন মিলি, নিযাম উল আযিম, জেলা প্রশাসক হামিদুল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ  উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও