র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আসতেই পেঁয়াজের দাম নেমে গেলো ৪০ টাকায়

মার্চ ২১ ২০২০, ১৪:৫৪

Spread the love

আগমনী ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ ও আলু মজুদ করে বেশি দামে বিক্রি করায় রাজধানীর যাত্রাবাড়ীতে আড়তে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১০ এর ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার (২১ মার্চ) সকাল ৬টায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।সারোয়ার আলম বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এখন পর্যন্ত ১০টি আড়তে অভিযান চালানো হয়েছে।তিনি আরও বলেন, যাত্রাবাড়ির পেঁয়াজের আড়তে প্রবেশ করার পর ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা হয়ে যায়। আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ৭০ টাকা।

আড়তগুলোতে অভিযান চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও