করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে শপিংমল বন্ধই থাকতে পারে

মে ০৫ ২০২০, ২২:২২

Spread the love

আগমনী ডেস্কঃ পোষাকের দোকান এবং শপিংমল খোলার      সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা এবং করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে ১৭ সদস্যের বিশেষজ্ঞের জাতীয় টেকনিক্যাল কমিটির আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন      জানান, লকডাউন নিয়ে সরকারকে পরামর্শ দেবে ১৭ সদস্যের বিশেষজ্ঞের  জাতীয় টেকনিক্যাল কমিটি, “দেশব্যাপী চলমান লকডাউন খোলার ব্যাপারে ১৭ সদস্যের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় করোনা টেকনিক্যাল পরামর্শক কমিটি সরকারকে পরামর্শ দেবে। একই সঙ্গে ঈদে শপিংমল, দোকান-পাট বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারেও কমিটি সরকারকে জানাবে। আর দেশের এই উচ্চ শ্রেণির অভীজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার।জাতিয় দোকান মালিক সমিতির সভাপতি DBC news  এর সাথে জানান,মাত্র ১৫ দিন দোকান খোলা রেখে মালিকদের লাভ করা কঠিন,তাই সরকারের সিদ্ধান্ত তারা মেনে নিবেন।

”সভারে বিষয় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কমিটির সদস্যরা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে টেস্টিং সুবিধা বৃদ্ধি, চিকিৎসকদের পিপিই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, দেশের মা ও শিশুদের আলাদা চিকিৎসা সেবা রাখা, সরকারি ও বেসরকারি হাসপাতালে মন্ত্রণালয় থেকে সমন্বয় বৃদ্ধি করাসহ নানা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।সভায় টেকনিক্যাল কমিটির সভাপতি নন-কোভিট রোগীদের যাতে ভোগান্তি না হয় সে ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছেন। নন-কোভিট হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, টেস্টিং-এ বেশি সময় নষ্ট না করা, প্রথম টেস্টিং এ আক্রান্ত ব্যক্তির নেগেটিভ ফলাফল এলে তাকে দ্বিতীয়বার পরীক্ষা করতে সময় ক্ষেপন হয় এবং বেড অকুপেশন থাকে বলেও টেকনিক্যাল কমিটির সভাপতি জানান।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও