চীনের তৈরি করোনার ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্তধাপের ট্রায়াল শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে

জুন ২৫ ২০২০, ২০:১৯

Spread the love

আগমনী ডেস্কঃ চীনের চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) তৈরি করোনার ভ্যাকসিনের তৃতীয় ও চূড়ান্তধাপের ট্রায়াল শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এ বিষয়ে গত মঙ্গলবার সিএনবিজি ও আমিরাতি গ্রুপ ৪২-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

 চীনে করোনার সংক্রমণ কমে আসায় এবার বিদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে।সিএনবিজি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভ্যাকসিনটি প্রথম ও দ্বিতীয় ধাপে সফল হয়েছে। ব্যবহারকারীদের কারোরই তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং ২৮ দিনে দুটি ডোজ দেওয়ার পরই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও