আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিনে ভীড়, বাড়ছে কেনাকাটা-যানজটে ভোগান্তি

জানুয়ারি ১৩ ২০২৩, ১৯:৩০

Spread the love

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জঃ  ”লাল নীল বাত্তি দেইখ্যা নয়ন ঝুড়াইছে, বাণিজ্য মেলায় আইস্যা আমার আসা পুরাইছে।” এমনি করে কথাগুলো বলছিলেন ঢাকার আরামবাঘ থেকে প্রথমবারের মত আগত ফারহানা ইসলাম। তিনি আরো বলেন, বাণিজ্য মেলা অনেক মজার জায়গা এতদিন খালি মানুষের মুখে মুখে শুনছি, আজ দেখলাম সত্যিই। মিরপুর ১০ নাম্বার থেকে বাণিজ্য মেলায় স্বপরিবারে এসেছেন টিনা খানম। তিনি বলেন, প্রতি বছরই মেলায় আসি। কাজের ঝামেলায় এবার একটু দেরীতে আসলাম। মেলার ভিতরে আয়োজন ভাল হলেও রাস্তায় জ্যামে আটকে ছিলাম র্দীঘক্ষন। যানজটে অনেকেই মেলায় আসতে ভোগান্তি ফোয়াতে হচ্ছে। বিশ^ এজতেমার কারনে রাস্তায় যানজট হচ্ছে বলে জানান আয়োজকরা। ২ দিন পরেই এটা কেটে যাবে বলেও তারা জানান।
সময় যতই বাড়ছে, মেলায় লোক সমাগমও ততই বৃদ্ধি পাচ্ছে। মাসের দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে মেলার ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। সাপ্তাহিক ছুটির দিনে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল দেখা গেছে। পূর্বাচল উপ শহরের চারিদিকে লাল, নীল, হলুদ বাতি দিয়ে নতুন আলোকসজ্জায় সাজানো হয়েছে। মেলাতে আশা ক্রেতা, দর্শনার্থী ও স্থানীয়দের মাঝে বইছে আনন্দের হাওয়া। সবই ঠিক আছে, মাঝখানে বাদ সেধেছে ৩শ’ ফুট সড়গে র্দীঘ যানজট। এ নিয়ে ক্রেতা দর্শনার্থীদের অভিযোগের অন্ত নেই, ভোগান্তিরর শেষ নেই। এ নিয়ে কেউ কোনো কথা বলতেই যেন নারাজ। লোকচক্ষুর সন্মূখে ঘটলেও এ যেন দেখার কেউ নেই।
এ আনন্দের মাঝে তীব্র যানজটের আরেক হতাশায় ভুগছে মেলাতে আসতে যাওয়া ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে। এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে নিত্যদিনের যানজটের কারণে মেলাতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ দিকে স্থানীয়রা আগে থেকেই বাণিজ্য মেলাকে ঘিরে এশিয়ান বাইপাস সড়কে যানজটের আশঙ্কা করেছিলেন। গত পহেলা জানুয়ারি মেলা উদ্বোধনের দিন থেকেই এশিয়ান বাইপাস সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল।

অপর দিকে বাণিজ্য মেলাতে আসা গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া, কাঞ্চন ব্রিজে টোল আদায়ে ধীর গতি, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, বেপরোয়া ওভারটেকিং এবং ফিটনেস বিহীন লক্কড় ঝক্কর গাড়ির কারণে বাইপাস সড়কের যানজটের অন্যতম কারণ বলে জানান ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, বাণিজ্য মেলাকে ঘিরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও চালকরা গাড়ি চালাচ্ছেন নিজেদের মনগড়া মতো। এ কারণেই তীব্র যানজটের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তায় জায়গায় জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে। কাঞ্চন ব্রিজ, মায়ারবাড়ী, চাঁন টেক্সটাইল, কালাদী, নলপাথর, পেনাবোসহ পুরো বাইপাস সড়কে যানবাহনের জটলা বেঁধে থাকছে। যানজটের কারণে চালকরা গাড়ির ইঞ্জিন বন্ধ করে বসে থাকছেন। এতে যাত্রীরা পড়ছেন চরম ভোগান্তিতে। যানজটে আটকা পড়ে থাকতে দেখা যায়

রোগীবাহী অ্যাম্বুলেন্সও। এছাড়াও চার লেনে উন্নীতের কাজ চলায় সড়কটির চারপাশ ধুলায় ছেয়ে থাকছে। হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যদের যথাযথ পদক্ষেপের অভাবে যানজট তীব্র হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অতিরিক্ত যানবাহনের পাশাপাশি কাঞ্চন ব্রিজে টোল আদায়ে ধীরগতির কারণে মুহূর্তের মধ্যেই শতশত গাড়ি জমে যাচ্ছে। এছাড়া সড়কটি দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে গাজীপুর ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গের মালবাহী অনেক ট্রাক চলাচল করছে। এসব ট্রাকের কারণেও দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রশাসন রূপসী-কাঞ্চন সড়ককে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে বললেও তা কাজে আসছে না। অন্য দিকে গাজীপুর চৌরাস্তা থেকে মেলা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলছে। যে কারণে ওই এলাকার মানুষও মেলায় আসতে যানজটের ভোগান্তিতে পড়ছেন।

সোনারগাঁও থেকে মেলায় ঘুরতে আসা সুজন মিয়া বলেন, স্ত্রী সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে এসেছিলাম। কিন্তু যানজটের কারণে আমার তিন বছরের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই মেলাতে ঘুরার আমেজ নষ্ট হয়ে গেছে। এশিয়ান সড়কে প্রতিদিনই যানজট লেগেই থাকে। এ কারণে সাধারণ মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। ট্রাফিক পুলিশ যদি একটু নজরদারি বাড়িয়ে দেয় তাহলে আর যানজট থাকত না।

এ দিকে ট্রাফিক পুলিশের দাবি যানজট নিরসনে তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে যানজট দূর করতে সকলকে সচেতন হতে হবে।
এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহম্মেদ চৌধুরী বলেন, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে মেলাতে আসা দর্শনার্থীদের যেন আসতে অসুবিধা না হয় সেদিকে কঠোর নজরদারি দেওয়া হবে। মেলা সফলভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি।####

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও