ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে নাঃরাশিয়া

সেপ্টেম্বর ১৯ ২০২০, ০৮:৫৪

Spread the love

 

অনলাইন ডেস্কঃরাশিয়া বলেছে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে বলে মনে করা হলে তা হবে বড় ভুল।  বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হলেও ফিলিস্তিন ইস্যু এখনও মূল সমস্যা হিসেবেই রয়ে গেছে। এ প্রেক্ষাপটে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত প্রচেষ্টা আরও জোরদার করা।এমন প্রচেষ্টায় রাশিয়া যুক্ত হতে প্রস্তুত রয়েছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক চুক্তিতে সই করে। এ চুক্তিকে ফিলিস্তিনের সমস্ত দল ও সংগঠন বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে। চুক্তি সইয়ের ব্যাপারে মধ্যস্থতা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও