দক্ষিণ কোরিয়ায় ৩টি সন্তান জন্ম দিলে পরিবারটি ৮৫ লাখ টাকা সাহায্য পাবে

জানুয়ারি ০৮ ২০২১, ১৭:৫১

Spread the love

আগগমনী ডেস্কঃ দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করতে আর্থিক সাহায্যের নীতিমালা তৈরি করছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ গিয়ংসাং প্রদেশের রাজধানী চাংওয়ান দম্পতিদের ৩টি সন্তান জন্ম দিলে  ৮৫ লাখ টাকার আর্থিক সাহায্য দেয়া হবে বাবা-মাকে। নতুন নীতি অনুসারে, শহরে বসবাসরত সদ্য বিবাহিত দম্পতিদের  ৮৫ লাখ টাকা ঋণ দেবে।। কারণ ওই শহরে জনসংখ্যা দিন দিন কমে চলেছে।ক্রমহ্রাসমান জনসংখ্যার বিরুদ্ধে লড়াই করার প্রয়াসে দক্ষিণ কোরিয়ার এই শহর বাসিন্দাদের মা-বাবা হওয়ার জন্য নতুন নীতি নিয়ে এলো।

জানা গেছে, যদি কোনও দম্পতি একটি সন্তানের জন্ম দেয় তবে সম্পূর্ণ সুদ মুকুফ করা হবে। যদি দুটি সন্তানের জন্ম হয় তাহলে আসলের পরিমাণ কমে যাবে ৩০ শতাংশ। যদি ৩ সন্তানের জন্ম হয় তাহলে আসল ও সুদসহ পুরো টাকাই আর দিতে হবে না।

দক্ষিণ কোরিয়ার জন্মসংখ্যা মৃত্যুর হারের চেয়ে কম থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় ২৭৫,৮১৫ জন জন্ম নেয় এবং ৩০৭,৭৬৪ জন মারা যায়। চ্যাংওয়নে কর্মকর্তারা আশঙ্কা করছেন যে জনসংখ্যা ১ মিলিয়নের নিচে নেমে যেতে পারে।দক্ষিণ গিয়ংসাং প্রদেশের রাজধানী চাংওয়ান

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও