সানন্দবাড়ী ডিগ্রী কলেজে একাদশ ছাত্রদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মার্চ ০২ ২০২২, ১৯:৫০

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,স্টাফ রিপোর্টারঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি সানন্দবাড়ী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০২ মার্চ বুধবার সকাল ১১ঘটিকায় সানন্দ বাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুন্নাহার শেফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক, লেখক ,গবেষক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবস্বরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এম.এ বারী আকন্দ।

অভিবাবকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব আলহাজ্ব আজিজুর রহমান,অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া,
সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান জনাব শেখ নাজিম উদ্দীন, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমান, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ উদ্দিন, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব জোয়াহের হোসেন খান সহ অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি প্রথমে স্বরন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল সহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আজকে যারা নবীন আগামী দিনে তোমরা ভালো একটা পজিশনে যাবে।বেশি বেশি পত্রিকা পরে দৈনন্দিন দেশের খবর রাখবে।

বক্তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের উন্নয়নের কথা তুলে ধরেন। ছাত্র/ছাত্রীদের জন্য সার্বিক উন্নতি কামনা করেন।বক্তব্য শেষে অত্র কলেজের ২০২২সালের এইচ এস সি কৃতি ছাত্র/ ছাত্রীদের কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও