অবশেষে রাস্তা থেকে তুলে নেওয়া ইট ফেরত দিল চেয়ারম্যান

অক্টোবর ১৪ ২০১৮, ২৩:০৭

Spread the love

 রাস্তা থেকে তুলে নেওয়া ১৪ হাজার ইট ফেরত দিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। নিজ খরচে রবিবার (১৪ অক্টোবর) সকাল থেকে চাচাহার গ্রামের দেড় কিলোমিটার রাস্তায় নতুন ইটগুলো বিছিয়েও দিয়েছেন। তিনি ৩-৪ দিন আগে ইটগুলো তুলে নিয়ে গুদামঘর নির্মাণ করেন।শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুয়ারা খাতুন বলেন, ‘নির্দেশ মোতাবেক সকাল ১০টার মধ্যে রাস্তায় নতুন ইট বিছিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শাজাহানপুর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ‘কার্যাদেশের আগেই ঠিকাদার এভাবে রাস্তার ইট বিক্রি বা কাউকে দিতে পারেন না। চেয়ারম্যান অন্যায়ভাবে ইটগুলো তুলে নিয়ে নিজের স্থাপনা নির্মাণ করছেন।’ তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশে চেয়ারম্যান ১৪ হাজার ইট কিনে রাস্তায় বিছিয়ে দিয়েছেন।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) থেকে বগুড়া সদরে আসার সুবিধার্থে শাজাহানপুরের চাচাহার-চেচুয়াপাড়া দেড় কিলোমিটার রাস্তা নির্মাণে টেন্ডার হয়। ঠিকাদার সিরাজুল হক রিক্তা এক কোটি ৬২ হাজার টাকার কাজটি পেয়েছেন। রাস্তায় থাকা ইটগুলো তুলে সেখানে পিকেটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা। এদিকে ওয়ার্ক অর্ডার হওয়ার আগেই গোহাইল ইউনিয়ন চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু ৩-৪ দিন আগে রাস্তার কিছু অংশ থেকে প্রায় ১৪ হাজার ইট তুলে নেন। ওই ইট দিয়ে তিনি জামাদার পুকুর এলাকায় ব্যক্তিগত গুদাম নির্মাণ করেন। এ নিয়ে শনিবার বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন হলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন রবিবার সকাল ১০টার মধ্যে নতুন ইট রাস্তায় বিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক চেয়ারম্যান ফজু ৭ ট্রাক নতুন ইট এনে নিজ খরচে রাস্তায় বিছিয়ে দেন।গোহাইল ইউনিয়ন চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, ‘ভুল করে রাস্তা থেকে ১০ হাজারের কিছু বেশি ইট নিয়েছিলাম। রবিবার ইট কিনে রাস্তায় বিছিয়ে দিয়েছি।’শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ঈমাম ইনোকী অভিযোগ করেন, আলী আতোয়ার তালুকদার ফজু হাইব্রিড আওয়ামী লীগ নেতা।

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই রাস্তার ইট তুলে নিয়ে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করেছেন। তিনি অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।উৎস-বিডি ট্রিবিউন

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও