‘জয় শ্রীরাম’ না বলায় ইরফান আনসারি নামের একজন কংগ্রেস মুসলিম বিধায়ককে মন্ত্রীর ধাক্কা

জুলাই ২৭ ২০১৯, ০০:০৬

Spread the love
মুসলিম বিধায়ককে ধাক্কাধাক্কি করছেন মন্ত্রী। তাকে বলছেন, বলুন জয় শ্রীরাম। ভারতের ঝাড়খণ্ড বিধানসভার বাইরে ঘটেছে এই ঘটনা। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে মন্ত্রীর সমালোচনা করেছেন অনেকে। মন্ত্রীর নাম সি পি সিং। খবর দ্য ওয়াল এর।ভিডিওতে দেখা যায়, তিনি এক বিধায়ককে ধরে চেঁচিয়ে বলছেন, ইরফান ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, বলুন, জয় শ্রীরাম! বিধায়কের নাম ইরফান আনসারি। তিনি কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রীকে বলেন, আপনি রামের নাম ব্যবহার করছেন মানুষকে ভয় দেখানোর জন্য। এখন মানুষের যা প্রয়োজন, তা হল চাকরি, বিদ্যুৎ, জল ও নিশকানশন ব্যবস্থা। উত্তরে সি পি সিং বলেন, আমি আপনাকে ভয় দেখানোর জন্য কিছু বলছি না। ভুলবেন না, আপনার পূর্বপুরুষরা জয় শ্রীরাম বলতেন। তৈমুর, বাবরেরা আপনার পূর্বপুরুষ নন। রামের ভক্তরাই আপনার পূর্বপুরুষ।সি পি সিং ঝাড়খণ্ডে বিজেপি সরকারের নগরোন্নয়ন, আবাসন ও পরিবহ মন্ত্রী। ইরফান আনসারি জামতাড়ার বিধায়ক। রাজ্যের বিজেপি নেতারা বলেন, এই ঘটনাকে বিকৃত করে দেখানো হয়েছে। মন্ত্রী বিধায়কের সঙ্গে মজা করছিলেন। এর আগেও দেশের নানা প্রান্তে মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়েছে। গত মাসে ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে মোটরসাইকেল চোর সন্দেহে ধরা হয়। তাকে জনতা মারধর করে জয় শ্রীরাম বলাতে চায়। মারধরে সেই যুবকের মৃত্যু হয়। গত মঙ্গলবার ৪৯ জন বুদ্ধিজীবী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আর্জি জানান, গণপিটুনিতে মৃত্যু ঠেকাতে সক্রিয় হোন। তাদের মতে, জয় শ্রীরাম এখন রণধ্বনিতে পরিণত হয়েছে।
উৎসঃ বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও