নানা নাটকীয়তার পর অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১৩:৫৫

Spread the love

আগমনী ডেস্কঃনানা নাটকীয়তার পর অবশেষে অভিশংসন থেকে অব্যাহতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গত বছরের ডিসেম্বরে অভিসংশিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি কংগ্রেসের উচ্চকক্ষে সব অভিযোগ থেকে মুক্ত হলেন। এতে গদি রক্ষা হয়েছে তার।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।

ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রথম অভিযোগের বিষয়ে ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির সিনেটর মিট রমনি, অবশ্য দ্বিতীয় অভিযোগের বিষয়ে রমনি ট্রাম্পের পক্ষে ভোট দেন।

প্রসঙ্গত গত বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। নিম্নকক্ষটি ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সেখানে অনুমতিভাবেই রায় ট্রাম্পের পক্ষে গেছে। উৎসঃ বিবিসি

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও