হিন্দু ডাক্তার,খ্রিষ্টান অঙ্গ দাতা,মুসলিম গ্রহিতা-মানবতার অনন্য দৃষ্টান্ত

এপ্রিল ৩০ ২০২০, ০৯:৫৬

Spread the love

আগমনী ডেস্ক:সাদা শার্ট পরিহিত ব্যাক্তির নাম আবদুল রহিম, একজন আফগান সৈনিক, যিনি যুদ্ধে তার উভয় হাত হারানোর পর কেরালার অধিবাসী জোসেফের কাছ থেকে এক জোড়া হাত পেয়েছিলেন।
জোসেফের মৃত্যু হয়েছিলো সড়ক দুর্ঘটনায়। জোসেফের স্ত্রী ও মেয়ে অপলক দৃষ্টিতে সেই হাতের দিকে তাকিয়ে…।
যে হাত দু’টো এক সময় তাদের যত্ন নিতো, যে হাত দুটো তাদের মাথায় ছায়া হয়ে ছিল একসময়!
এই ট্রান্সপ্লান্ট অস্ত্রোপচার ড. সুব্রামানিয়ান আইয়ার দ্বারা পরিচালিত হয় (ডানদিকে আকাশি নীল শার্ট গায়ে)।
একজন হিন্দু ডাক্তার, একজন খ্রিষ্টান অঙ্গ দাতা, একজন মুসলিম প্রাপক,
– এটাই মানবতাবোধের অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত!

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও