মুহাম্মদ(সঃ) এর কার্টুন প্রকাশ এবং পক্ষ নেয়া থেকে সরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

নভেম্বর ০১ ২০২০, ১৩:৫৬

Spread the love

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কার্টুন প্রকাশ এবং এর পক্ষে নেয়া আগের অবস্থান থেকে অবশেষে সরে এলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।

বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠার পর এবার সুর নরম করলেন তিনি। শনিবার সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.) এর কার্টুন প্রকাশ করায় মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পেরেছি। তবে ব্যাঙ্গচিত্র প্রদর্শনীতে সরকারের কোনো হাত নেই। এটি একটি স্বাধীন সংবাদপত্র প্রকাশ করেছে। পত্রিকাগুলোর উপর সরকারের কোনো নিয়ন্ত্রন নেই।

ম্যাঁক্রো বলেন, কার্টুন ইস্যুতে আমার বক্তব্য সঠিকভাবে প্রচার না হওয়ায় মানুষ ধরে নিয়েছে আমি কার্টুন প্রকাশকে সমর্থন করছি।যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার বক্তব্য প্রকাশ হওয়ার পর মুসলিমদের অনুভূতি আমি বুঝতে পরেছি। তাদের অনুভূতিকে আমি সম্মান জানাই। কিন্তু সবাইকে বুঝতে হবে, আমি বর্তমানে কি ভূমিকা পালন করছি।

ম্যাঁক্রোর বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ নিন্দা জানিয়েছে। শুধু আরবেই নয় পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কট চলছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও