এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬৯৬ পরীক্ষার্থী

সেপ্টেম্বর ১৬ ২০২২, ০৯:০৩

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ১ হাজার ৬৯৬ পরীক্ষার্থী এবং মান উন্নয়নসহ বিভিন্ন কারনে ২০২০ সালের পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলো আরো ৪৭০ ছাত্রছাত্রী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, আজ বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ৬৯৬ জন ছাত্রছাত্রী।প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা গ্রহন করা হয়ে থাকে। কিন্তু করোনার কারনে ২০২২ সালের পরীক্ষা পিছিয়ে সূচি করা হয়েছিল গেল ১৯ জুন। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির কারণে আরেক ধাপ পিছিয়ে শেষ পর্যন্ত আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান এর কাছে অনুপস্থিতির কারন জানতে চাইলে তিনি কোনো কারন জানাতে পারেননি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও