দিনাজপুরে বছরের প্রথম দিনে নতুন বই পেল শিক্ষার্থীরা

জানুয়ারি ০২ ২০২৩, ২২:৪০

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে বছরের প্রথম দিনে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার(১ জানুয়ারী) সকালে জিলা স্কুল মাঠ দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আখতার পারভীন এর সভাপতিত্বে ব‌ই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, দিনাজপুরে প্রাক প্রাথমিক এফতেদায়ী স্তরে ৯ কোটি ৯৮ লাখ ৫৩ হাজারটি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজারটি, মাধ্যমিক (স্কুল, মাদ্রাসা, কারিগির) স্তরে ২৪ কোটি ৬৩ লাখ ১০ হাজারটি বই বিতরন শুরু হয়েছে। এছাড়াও ( সাওতাল, উরাওসহ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য মাতৃভাষায় প্রকাশিত ২ লাখ ৯২ হাজার ১৭৭ টি বই বিতরন করা হবে দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুর করিমসহ অন্যান্যরা।

উল্লেখ্য আজ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ইস্কুল গুলোতে আনুষ্ঠানিক ভাবে এই বই দেওয়ার সূচনা করেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও