দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই- গাজী গ্রুপের এমডি গাজী গোলাম মূর্তজা পাপ্পা
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, ‘শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত আর তাই দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
সোমবার (১৩ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার টাওরা এলাকায় টাওরা আদর্শ বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ আর এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারি দৃষ্টান্ত স্থাপন করেছে।
শিক্ষার্থীদের পড়া-লেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, পড়ালেখা ছেড়ে ছাত্র-ছাত্রীরা এখন স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে বুঝতে হবে, আলোকিত মানুষ হতে গেলে স্মার্টফোন ছাড়তে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছেলেমেয়েদের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখুন। তাদেরকে সময় দিন। তারা কখন কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মেলামেশা করছে খেয়াল করুন। এ বয়সে একবার বিপথগামী হলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আমাদের সবার একটাই চাওয়া থাকা দরকার আমাদের সন্তান যেন লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে। আলোকিত মানুষ হতে পারে।
টাওরা আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন প্রধান এর সভাপতিত্বে এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসান আশকারী, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজ সহ অনেকে।###