সীমান্তে গরু পাড় করতে গিয়ে বিএসএফের রাবার বুলেটে নিহত হল আবুল কালাম

জানুয়ারি ১৫ ২০২১, ২২:১৩

Spread the love

মোঃ নাজমুল হাসান নয়ন,কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে গরু পারা পার করতে গিয়ে বুলেটের আঘাতে বাংলাদেশি আবুল কালাম আজাদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ওই ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে আবুল কালাম আজাদসহ ৫/৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮নম্বর মেইন পিলারের ৭নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আবুল কালাম আজাদের গলা ও মাথায় জখম হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানা হেফাজতে রয়েছে।

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও