কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লিও ক্লাবের নতুন দায়িত্বে প্রণব, জিসান

জুলাই ০১ ২০২১, ২১:১৬

Spread the love

কুবি প্রতিনিধিঃ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাব এডভাইজর লায়ন আজহার মাহমুদ, (পিএমজিএফ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিও ক্লাবের প্রনব চক্রবর্ত্তীকে সভাপতি ও সামিউল জিসানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

নবকমিটির সভাপতি নির্বাচন হয়ে প্রণব চক্রবর্তী বলেন,পদ যতটা না কর্তৃত্বের তার চেয়ে বেশী দায়িত্বের।আমাকে লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় আমি আসলেই কৃতজ্ঞ।লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সাথে তার সূচনালগ্ন থেকেই ছিলাম।তাই এই সংগঠনটি খুব আপন ও প্রাণের সংগঠন।আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।সবার সহোযোগিতা থাকলে আগামী ১ বছরে সংগঠনকে অনন্য মাত্রায় পৌছে দিবো বলে আশাবাদী।

এ ছাড়াও কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, ইমিডিয়েট প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম,সহ-সভাপতি লিও প্রবীর দাস,লিও কাওসার হোসাইন ও লিও এরশাদ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) লিও মেহের নিগার আলম,জয়েন্ট সেক্রেটারি (প্রজেক্ট) লিও হেলাল উদ্দিন,চার্টার ট্রেজারার লিও মাসুম বিল্লাহ,জয়েন্ট ট্রেজারার (এডমিন) লিও নিয়াজ আল মাসুম,জয়েন্ট ট্রেজারার (প্রজেক্ট) লিও তানভীর হোসাইন,টেইল টুইস্টার লিও লাবিবা ইসলাম।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও