দিনাজপুর শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার পাসের হার ৭৯.৮ শতাংশ

ফেব্রুয়ারি ০৮ ২০২৩, ১৬:৫০

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষাবোর্ডের এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বোর্ডের সচিব প্রফেসর জহির উদ্দিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ তোফাজ্জুর রহমান এসব তথ্য তুলে ধরেন।

পরিসংখ্যানে জানানো হয়, এবার এ বোর্ডের অধীনে আট জেলার ৬৭১টি প্রতিষ্ঠানের ৯৯ হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৭৮ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী পাস করে। মোট পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। দিনাজপুর বোর্ড থেকে ১১ হাজার ৮৩০ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছাত্রী ৬ হাজার ২৫৫ জন এবং ছাত্র পেয়েছে ৫ হাজার ৫৭৫ জন।

এবারের এইচএসসি পরীক্ষায় ২২ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। শতভাগ পাস করেছে ২৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং ১৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

প্রাপ্ত ফলাফলে দেখা যায় এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাল করেছে। এ বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৮৩ দশমিক ২২ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৭৯ দশমিক ২২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৬৮ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে ছেলেরা ৭৬ দশমিক ৮ শতাংশ এবং মেয়েরা ৮২ দশমিক ১৩ শতাংশ পাস করেছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও