ক্লিনটন, ওবামার বাড়ি ও সিএনএন কার্যালয়ে বোমা !

অক্টোবর ২৫ ২০১৮, ১০:০২

Spread the love

 সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নিউইয়র্কের বাড়ি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ি আর সিএনএন এর প্রধান কার্যালয় নিউইয়র্কের টাইম ওয়ার্নার ভবনে প্যাকেটে মোড়ানো ‘বোমা’ বস্তু পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনার ২ দিন পূর্বেই প্রক্ষ্যাত বিলিয়নিয়ার ও উদারপন্থী সমাজসেবক জর্জ সোরস এর নিউইয়র্কের বাড়িতেও বোমা পাওয়া গিয়েছিলো। বোমা পাওয়া যাওয়ায় খালি করা হয়েছে টাইম ওয়ার্নার ভবন। এ সময় সিএনএন এর নিউজরুমও খালি করে দেওয়া হয়। সিএনএন প্রেসিডেন্ট জেফ জুকার বিষয়টি নিশ্চিত করেছেন। জুকার বলেন, একটি সন্দেহভাজন প্যাকেজ ভবনের মেইলরুমে পাওয়া যায়। এ কারণে সারা বিশ্বের সিএনএন কার্যালয়গুলোতে আগাম সাবধানতা হিসেবে অনুসন্ধান চালানো হচ্ছে। মার্কিন সিক্রেট সাভিসের বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় ২৩ অক্টোবর রাতেই একটি প্যাকেট হিলারি ক্লিনটনের নামে পাঠানো হয়। স্টেমেন্টটি বলছে, ‘২৪ তারিখ সকালে আরো একটি প্যাকেজ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়িতে পায় সিক্রেট সার্ভিসের এক এজেন্ট। দুটি প্যাকেটে তাদের কাঙ্খিত গ্রাহকের কাছে পৌছানোর পূর্বে ঠেকানো সম্ভব হয়েছে। ভিআইপিদের হাতে প্যাকেট পৌঁছায়নি বা পৌঁছানোর মতো পরিস্থিতিও তৈরী হয়নি।’

নিউইয়র্কের এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, তারা প্যাকেটগুলো বিষয়ে জানেন এবং এ বিষয়ে জয়েন্ট টাস্কফোর্সের তদন্ত চলছে। ওবামার একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্যে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সাংবাতিকদের সিক্রেট সার্ভিসের বিবৃতির ওপর ভরসা করতে বলেন। বিবিসি, সিএনএন

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও