ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

অক্টোবর ২৬ ২০১৮, ১৫:২৭

Sahle-Work Zewde (2ndL) walks with Prime Minister Abiy Ahmed (2ndR) after being elected as Ethiopia's first female President at the Parliament in Addis Ababa on October 25, 2018. (Photo by EDUARDO SOTERAS / AFP) (Photo credit should read EDUARDO SOTERAS/AFP/Getty Images)

Spread the love

ইথিওপিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাহলে-ওর্ক জেউদি (৬৮)

তিনি কেবল ইথিওপিয়াই নয়, পুরো আফ্রিকায় বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রথম নারী প্রেসিডেন্ট।

জেউদি এর আগে সেনেগাল ও জিবুতিতে ইথিওপিয়ার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তি ভবনের প্রধানসহ জাতিসংঘের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আফ্রিকান ইউনিয়নে জাতিসংঘের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিস

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও