ডিসিসির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তাঁর স্ত্রী চিকিৎসক রেশমা মজুমদারের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার সিদ্ধান্ত দুদকের

জুলাই ১৪ ২০১৯, ২১:৫৫

Spread the love
পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তাঁর স্ত্রী চিকিৎসক রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। সংস্থার সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানিয়েছে সংস্থাটি।

অনুসন্ধান প্রতিবেদনে প্রকৌশলী মো. আবদুস সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার টাকার সম্পদ অজানা উৎস থেকে আয়ের অভিযোগ আনা হয়েছে, যেখানে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারা অনুসারে মামলা রুজুর অনুমোদনের কথা বলা হয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও