সরল বিশ্বাসে সংঘটিত হয়েছে কি না তা প্রমাণিত হতে হবে: দুদক চেয়ারম্যান

জুলাই ২০ ২০১৯, ১৩:৪৩

Spread the love
একজন গুরুত্বপূর্ন মানুষের খন্ডিত বাক্য কোড করলে ভুল বুঝার অবকাশ তৈরী হয়,আইনে  সরকারী  কর্মকর্তা-কর্মচারীদেরও সুরক্ষা আছে ,তা নাহলে সমাজের নষ্ট লোকদের কুটজালে আটকে পড়ে কোন  কর্মকর্তাই কাজ করতে পারবেন না। আইনের ভাষায় in good faith বা সরল বিশ্বাসে কোন কাজ করার পরে যদি দেখা যায় উক্ত কাজে অন্য কেউ দুর্নীতি করেছে যার দায় অনুমোদনকারীর উপর আসে তবুও আইন ঐখানে তাকে সুরক্ষা দিবে,

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ  উক্ত আইনটির কথাই বলেছেন,নিজের কোন খামখেয়ালী ভাষা না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের তৃতীয় কার্য অধিবেশনে শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে  ইকবাল মাহমুদ বলেন,‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না। তবে সেটা সরল বিশ্বাসে সংঘটিত হয়েছে কি না তা প্রমাণিত হতে হবে।’

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও