অর্থনীতিতে নোবেল জিতলেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালিসহ তিন অর্থনীতিবিদ

অক্টোবর ১৫ ২০১৯, ১১:১১

Spread the love
দৈনিক আগমনী ডেস্কঃ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তাঁর স্ত্রী ফরাসি বংশোদ্ভূত এস্তার দুফলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  মাইকেল ক্রেমার।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এস্তার দুফলো দ্বিতীয় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন । সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পাওয়ার কৃতিত্বও দেখালেন দুফলো। ৪৬ বছর বয়সে নোবেল জিতলেন দুফলো। আর তাঁর স্বামী অভিজিৎ জিতলেন ৫৮ বছর বয়সে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও