দিল্লীর নিজামুদ্দিনে তাবলিগে করোনা সংক্রমণ বিতর্কের মধ্যেই রামনবমী পালনে মন্দিরে ভীড়

এপ্রিল ০৪ ২০২০, ২৩:৫৬

Spread the love

আগমনী ডেস্কঃভারতের দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদে আয়োজিত তাবলিগ জামাতে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪৭ জন করোনা আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়। এই নিয়ে আলোচনার মধ্যেই রামনবমী উদযাপনে রাজ্যের মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা।

গত মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির নিজামুদ্দিনের তাবলিগি জামাতে ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকে কয়েক’শ মানুষ অংশ নেন, ছিলেন বাংলাদেশিও। সব মিলিয়ে প্রায় ৯ হাজার মানুষ যোগ দিয়েছিলেন ওই সমাবেশে। ভারতের একাধিক রাজ্যে রাজ্য সরকার ওই সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সারা ভারতে যখন সরকার জনসমাগত এড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজ্যের বিভিন্ন মন্দিরে সমাগম হচ্ছে। রামনবমী উদযাপনে ভারতের রাজ্যের বিভিন্ন মন্দিরে শত শত ভক্ত ভিড় করছেন।

গত কয়েকদিন ধরে ওই মন্দিরগুলোতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভক্ত সমাগম দেখা যায়। হুড়োহুড়ি, ঠেলাঠেলি, ঠাসাঠাসি করে ভগবানের বন্দনার হুজুকে মাতেন তাঁরা। ভক্তের ভক্তিতে সোশ্যাল ডিস্টেন্সিং শিকেয় ওঠে। শুধু গ্রামাঞ্চল বা জেলার শহর নয় অতিবড় শিক্ষিতদের বাস যে শহরে সেখানেও ঘটেছে এই কান্ড। বেলেঘাটা, মানিকতলা সহ শহরের একাধিক মন্দিরেও ছিল রামনবমীর ভিড়।

রামনবমী উদযাপন তাবলিগ জামাতের মতোই করোনা সংক্রমণে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও