চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের সঙ্গে স্থানীয়দের মারামারি,ছাত্রলীগের কর্মী আহত

মে ২৩ ২০২২, ১৮:৫৩

Spread the love

আনোয়ার হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে ছাত্রলীগের একাংশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে।আজ রবিবার (২২ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের পাঁচ কর্মীকে এলোপাতাড়ি মারধরের জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানান ছাত্রলীগ নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের বিজয় গ্রুপের এক অনুসারীর মোটরসাইকেলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় এক যুবকের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে ছাত্রলীগের অনুসারী ও স্থানীয়রা বিবাদে জড়ায়।এদিকে ঘটনাস্থলে ছাত্রলীগের অনুসারীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এসময় স্থানীয় লোকজন ছাত্রলীগ কর্মীদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ঢুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও