সরকারী নর্থ খুলনা কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৪:১৭

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ সরকারী নর্থ খুলনা কলেজের~ ২০২২ সালের এইচ এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুলের সাথে রজনীগন্ধা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারী নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু যোগদান দানের পর থেকে সরকারী নর্থ খুলনা কলেজের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ।

বিশিষ্ট শিক্ষানুরাগী , কবি , সাহিত্যিক ও তেরখাদা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু স্যার কলেজে যোগদানের পর থেকে ই সরকারী নর্থ খুলনা কলেজ পূর্ণাঙ্গ ভাবে উৎজীবিত হয়ে উঠেছে ।

যার ফল শ্রুতিতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ২৭ জন কৃতি শিক্ষার্থী এ প্লাস পেয়ে সংবর্ধনায় ভূষিত হয়েছে ।

শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজের পরিবেশ তেরখাদা উপজেলার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে ।
সরকারী নর্থ খুলনা কলেজের প্রশাসনিক স্বচ্ছতা , শিক্ষার মান উন্নয়ন , ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার ব্যাপক প্রসার সাধিত হয়েছে।

২০ শে ফেব্রুয়ারী ~ ২০২৩ ইং সোমবার সকালে সরকারী নর্থ খুলনা কলেজের হল রুমে সাংবাদিক অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু ( ভারপ্রাপ্ত ) এর সভাপতিত্বে শতাব্দী সাহা ও জি এম শাহিনুর রহমানের সঞ্চালনায় ~ ২০২২ ইং সালের এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে লাল গোলাপ ফুলের সাথে রজনী গন্ধ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিকদার অহিদুজ্জামান , মোঃ শফিকুর রহমান , এফ এম গোলাম মোর্তুজা , পুষ্প বিশ্বাস , অনির্বাণ রায় সহ সরকারী নর্থ খুলনা কলেজের শিক্ষার্থী বৃন্দ ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও