শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত আদালতে বাতিল

নভেম্বর ১৩ ২০১৮, ২৩:৫৭

Spread the love

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কর্তৃক দেশটির সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন সুপ্রিমকোর্ট। একই সঙ্গে প্রেসিডেন্ট ঘোষিত আগাম নির্বাচনের প্রস্তুতিও বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির সুপ্রিমকোর্টের তিন বিচারকের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেছিলেন। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন।

প্রেসিডেন্ট গত সপ্তাহে সংসদ ভেঙে দিয়ে আগামী পাঁচ জানুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলে সেই ঘোষণা চ্যালেঞ্জ করে তিনটি রাজনৈতিক দল সুপ্রিমকোর্টে রিট পিটিশন দায়ের করে।

ওই রিটের প্রেক্ষেতে আদালত এ নির্দেশ দিয়েছেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও